Logo

ক্যাম্পাস    >>   ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ: বৈষম্যহীন ফলাফলের দাবিতে হামলার অভিযোগ

ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ: বৈষম্যহীন ফলাফলের দাবিতে হামলার অভিযোগ

ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ: বৈষম্যহীন ফলাফলের দাবিতে হামলার অভিযোগ

বৈষম্যহীন এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফলের দাবিতে আজ রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। তাঁরা দাবি করেছেন যে, বিক্ষোভ চলাকালে তাঁদের ওপর হামলা হয় এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

১৫ অক্টোবর প্রকাশিত এইচএসসি-সমমানের ফলাফল নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তাঁরা সবগুলো বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে নতুন করে ফলাফল প্রকাশের দাবি তুলেছেন। আজ দুপুর ১২টা ৩০ মিনিটের পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বোর্ডের উদ্দেশ্যে রওনা দেন এবং বেলা ১টার দিকে বোর্ডের ফটকের সামনে পৌঁছান। তাঁদের মধ্যে পাস করা এবং অকৃতকার্য শিক্ষার্থীরা ছিলেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভেতরে ঢুকে তাঁদের ওপর হামলা হয় এবং এতে কয়েকজন আহত হন। তাঁরা এই হামলার বিচার দাবি করেছেন।

অন্যদিকে, বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা হঠাৎ বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর করেন এবং বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালানো হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন জানান, শিক্ষার্থীদের দাবি ছিল ফলাফলে বৈষম্য হয়েছে, যার প্রতিবাদে তাঁরা বোর্ডে বিক্ষোভ করছিলেন। বোর্ডের কর্মচারীরা নথিপত্র রক্ষায় বাধা দিলে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল ঠিক হলে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।

 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert